সিলেট বিভাগ

বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস কমলগঞ্জ উপজেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। কমলগঞ্জ উপজেলা স্কাউটস সভাপতি ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুননাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, মৌলভীবাজার জেলা স্কাউটস সম্পাদক মো. ফয়জুর রহমান, সাবেক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা স্কাউটসের সহ সভাপতি, উপজেলা স্কাউটস কমিশনার শ্যামল চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক আব্দুস সোবহান, সিরাজুল ইসলাম চৌধুরী, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, মামুনুর রশীদ ভূঁইয়া, মো: সালাউদ্দিন, ফয়সাল আল কয়েস চৌধুরী প্রমুখ। ২য় পর্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে উপজেলা স্কাউটসের কমিশনার পদে ২য় বারের মত নির্বাচিত হন বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস ও সম্পাদক পদে ৪র্থ বারের মত নির্বাচিত হন মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী। পদাধিকার বলে সভাপতি হয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। অন্য পদগুলোতে কাউন্সিলরদের সম্মতিক্রমে সহ সভাপতি পদে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, আহমদনগর দাখিল মাদ্রাসার সুপার কাজী মাও: আলম চৌধুরী, কাঠালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, গোবর্ধ্বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিতা সিনহা, যুগ্ম সম্পাদক পদে ছয়কুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফয়ছল আল কয়েছ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মঞ্জুর আহমদ আজাদ মান্না, সদস্য পদে গ্রুপ সভাপতি (মাধ্যমিক) মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সোবহান ও আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, গ্রুপ সভাপতি (প্রাথমিক) মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহউদ্দিন ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, লিডার ট্রেইনার গুঞ্জরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী রানী দে, পদাধিকার বলে সদস্য পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুননাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার ও সহকারি পরিচালক মো: আবে হায়াত হাসান (জেলার দায়িত্বপ্রাপ্ত স্কাউটস এক্সিকিউটিভ) মনোনীত হন। কাউন্সিলে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। কাউন্সিল অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহনের পাশাপাশি দেশ ও সমাজ সেবা সর্বদা নিজেকে প্রস্তুত রাখার মূলমন্ত্র নিয়ে ছাত্রছাত্রীদের গড়ে তুলার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাংলাদেশ স্কাউটের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close