জাতীয়
শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ট্রাক-কাভার্ড ভ্যানঃ ধর্মঘটের ডাক
তেলের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে আগামীকাল সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান চালক ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এ ঘোষণা দেন শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান। তিনি বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় মালিকরা পরিবহন চালাতে গিয়ে ভর্তুকির শিকার হবে। মুনাফার বদলে তারা ভর্তুকি দিতে রাজি না। এজন্যই ধর্মঘটের সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এদিকে, জ্বালানি তেলের দামের সাথে ভাড়ার সমন্বয় করা না হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে রাজশাহীতে বাস ও পরিবহন শ্রমিকদের একাধিক সংগঠন শুক্রবার থেকে সেখানে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি বৈঠক হতে পারে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনও বিকেলে বৈঠকে বসছে বলে জানা গেছে।