স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
(১৮ ফেব্রুয়ারি) শনিবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদের তৃতীয় তলায় নুরানি তা’লিমুল কুরআন বোর্ড চট্রগ্রাম বাংলাদেশের দিনব্যাপী এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা এনামুল হক এবং সহকারী প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা আমিনুল ইসলাম।
এতে সমাপনী অনুষ্ঠানে আলোচনা পেশ করেন বোর্ডের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক মুফতি জসিম উদ্দীন, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, ঢাকা দারুল আজহার মডেল মাদরাসা দক্ষিণখান ক্যাম্পাসের পরিচালক খন্দকার শাহাব উদ্দিন আহমাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম, তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান, হযরত শাহ্ সেকান্দর মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, দারুল কুরআন মাদরাসার পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহ্, কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সহকারী শিক্ষক মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আবদুর রহীম প্রমুখ।