সিলেট বিভাগ
কমলগঞ্জে লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা’

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশাত্ববোধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে লোকগান ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা’।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিপুরী ললিতকলা একাডেমি ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান লেখক ও গবেষক আহমেদ সিরাজ, মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউসুফ আলী, শহীদ গাজী, আব্দুর রহমান ভাণ্ডারীসহ আরও অনেকে।