রাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগের সদস্য সচিব পরিচয় দেয়া সাদ্দামের অবৈধ কমিটি বাতিল ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের একাধিক কমিটি পকেট কমিটিতে রুপান্তরিত হওয়ায় সারাদেশের কিছুসংখ্যক অবৈধ কমিটি বাতিল করা হয়েছে।

গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্যাডে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে.এম আযম খসরুর বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কার্যক্রম পরিচালনার বিস্তর অভিযোগ করেন সভাপতি নূর কুতুব আলম মান্নান।

কে.এম আযম খসরুর বিরুদ্ধে কমিটির অন্যান্য নেতাকর্মী এবং সভাপতিকে না জানিয়ে একাধিক জেলা, উপজেলা ও থানা কমিটি ঘোষণা করেছেন। যাতে দলের তৃনমূল পর্যায়ের কর্মীরা পদ থেকে বঞ্চিত হয়েছে। তার এসব কর্মকান্ডে শ্রমিক লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আযম খসরুর পকেট কমিটিতে বাদ যায়নি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগও। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জ এ জেলার অধীনে রয়েছে সাতটি থানা যার মধ্যে সিদ্ধিরগঞ্জ অতি গুরুত্বপূর্ণ। তবে আযম খসরু টাকার বিনিময়ে বিতর্কিত লোকদের কমিটির ভাইটাল পোস্ট দিয়েছে বলে অভিযোগ এ অঞ্চলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের।

আদমজী আঞ্চলিক শ্রমিক লীগে দীর্ঘদিন যাবত দুইটি কমিটি থাকায় নানান কোন্দল লক্ষ্য করা গিয়েছিল। একটি কমিটিতে সদস্য সচিব হিসেবে দেখানো হয়েছে কবির হোসেনকে এবং অপরটিতে সাদ্দাম হোসেনকে। তবে সভাপতিতে কোনো পরিবর্তন দেখা যায়নি। অবশেষে গত সোমবার জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলসহ নারায়ণগঞ্জ জেলা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের অর্থাৎ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব পরিচয় দেয়া সাদ্দাম হোসেনের অবৈধ কমিটিকেও বাতিল ঘোষণা করা হয়।

অভিযোগ রয়েছে একটি কমিটি থাকার পরেও সাদ্দাম হোসেন কে এ অবৈধ পকেট কমিটি পাইয়ে দিতে সহযোগীতা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী বলেন, শ্রমিকলীগের কোনো গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য প্রথমে ওই ব্যক্তিকে শ্রমিকলীগের যেকোনো কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। কিন্তু সদস্য সচিব হওয়া সাদ্দাম হোসেন কখনো শ্রমিক লীগের কোন ওয়ার্ড কমিটির সদস্যও ছিলেন না। সে যেহেতু কখনো আমাদের কমিটির সদস্য ছিলেন না বিধায় তার সদস্য সচিব পদ পাওয়ার কথা না। তারপরও সে নিজেকে সদস্য সচিব হিসেবে পরিচয় দিয়েছে। সে কিভাবে সদস্য সচিব হয়? তার কমিটিরই তো কোনো বৈধতা ছিলনা। একারণেই অবৈধ কমিটি বাতিল করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের অবৈধ কমিটি বাতিল করায় আমাদের পক্ষ থেকে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কবির হোসেন বলেন, সাদ্দাম হোসেন কোনোদিনই শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। টাকা বিনিময়ের মাধ্যমে অবৈধ পকেট কমিটি এনে এতদিন নিজেকে আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে সে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে৷

এদিকে বাতিলকৃত অবৈধ কমিটির সদস্য সচিব সাদ্দাম হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আমাকে যে কমিটি দেয়া হয়েছে এটা কোনো একক সিদ্ধান্তে কমিটি দেয়া হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরেই আমাদেরকে কমিটি দেয়া হয়েছে। এখন তাঁদের মধ্যে কি হয়েছে জানিনা এটা তাঁদের অভ্যন্তরীণ বিষয়। আমার কমিটি বৈধভাবেই নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close