সিলেট বিভাগ

সিলেটে সড়ক পরিবহন বিধিমালা ২০২২ জনসচেতনতা মূলক প্রচারণা

নিজস্ব প্রতিবেদক,সিলেটঃ সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর বাস্তবায়ন সংক্রান্ত জনসচেতনতা মূলক প্রচারণা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টায় থেকে দুপুর একটা পর্যন্ত সিলেট বিআরটিএ পক্ষ থেকে এ প্রচারণা চালানো হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ, সিলেট বিভাগের উপ পরিচালক(ইঞ্জি:) মো. শহিদুল আযম,
বিআরটিএ, সিলেট সার্কেল, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. রিয়াজুল ইসলাম, মোটরযান পরিদর্শক
মো. আবদুল বারী প্রমুখ।

প্রচারণা মূলক সভায় মোহাম্মদ শহিদুল আযম সাধারণ জনতা ও চালকদের উদ্দেশ্যে সড়ক পরিবহন বিধিমালা ২০২২ এর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে সড়ক পরিবহন বিধিমালা ২০২২ লিফলেট জনসাধারণ ও শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

তিন আরও বলেন, আমি মনে করি, একটা অত্যন্ত আধুনিক আইন তৈরি করা হয়েছে। এই আইন যদি শতভাগ প্রয়োগ হয় তাহলে আমাদের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close