সারাদেশ
তাড়াইল প্রেসক্লাবের কমিটি গঠন ফারুক সভাপতি সুমন সম্পাদক

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :
কিশোরগঞ্জের তাড়াইল প্রেসক্লাবের সাধারণ সভা শেষে (২০ জানুুয়ারি) শুক্রবার সন্ধ্যায় দেওয়ান ফারুক দাদ খানকে (সমকাল) সভাপতি ও মো.সুমন মিয়াকে (আমার সংবাদ) সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মাওলানা আশরাফ আলী মীর (ইনকিলাব), মো. আবুল হাসেম ভূঞা (স্বদেশ সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্ (বজ্রধ্বনি), কোষাধ্যক্ষ মো. খায়রুল ইসলাম (দৈনিক বর্তমান), সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান রতন (সাপ্তাহিক শুরূক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মো. ফখরুল ইসলাম ভূঁইয়া (দৈনিক শতাব্দীর কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফখরুদ্দীন আহমাদ (দৈনিক জাগো প্রতিদিন), সদস্য মো. আফছর উদ্দিন (মানবজমিন), মোহাম্মাদ রফিকুল ইসলাম (আজকের দেশ), মো. আমিনুল ইসলাম বাবুল (আমাদের সময়), এনায়েতুল্লাহ্ (বাংলা সময়)।