আন্তর্জাতিকখেলাধুলা

ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

চোখের জলে আরো একটি বিশ্বকাপের ইতি ঘটল ব্রাজিলের নেইমারের। ক্রোয়েশিয়ার কাছে দুঃখজনক পরাজয়ের পর জাতীয় দলের হয়ে আর না খেলার ইঙ্গিত  দিয়েছেন বিশে^র সবচেয়ে দামী তারকা।
গতকাল দোহায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের অতিরিক্ত সময়ের ম্যাচে অনেকটা একক প্রচেস্টাতেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ৩০ বছর বয়সি নেইমার। কিন্তু পরের অর্ধে ক্রোয়েশিয়ার হয়ে গোলটি পরিশোধ করে দেন ব্রুনো পেটকোভিচ। সবশেষে টাইব্রেকারে জয়লাভ করে ক্রোয়েশিয়া।
খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগআপ্লুত কণ্ঠে নেইমার স্বীকার করেছেন বিখ্যাত হলুদ জার্সিতে তাকে ফের দেখা যাবে কিনা সে বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। ২০২৬ সালে উত্তর আমেরিকায় যাখন আগামী বিশ^কাপ অনুষ্ঠিত হবে তখন দেশের হয়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নেইমারের বয়স হবে ৩৪ বছর।
এই মুহুর্তে কাতারে অংশ নেয়া শীর্ষস্থানীয় তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মড্রিচ ও অলিভার গিরুদের তুলনায় তখনো তার বয়স কিছুটা কমই থাকবে। তবে ব্রাজিলের ঐতিহ্যবাহি ১০ নম্বর জার্সিধারী এই তারকা গত বছর ইঙ্গিত দিয়েছিলেন যে আরেকটি বিশ^কাপে তিনি অংশ নিবেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আর বেশী ফুটবল খেলার মতো মানষিক শক্তি তার থাকবে না।
সান্তোষের মেধাবী প্রজন্ম হিসেবে আত্মপ্রকাশের পর জাতিকে আশায় রেখে তিনটি বিশ^কাপে অংশ নিয়েছেন নেইমার। বিশ^কাপে আট গোল করলেও নিজেকে সাবলীল ভাবে উপস্থাপন করতে পারেননি নেইমার। ২০১৪ সালে নিজ দেশে আয়োজিত বিশ^কাপে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠের হাড়ে চিড় ধরায় স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন নেইমার। কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে জয়লাভ করলেও সেমি ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পরাজিত হয় নেইমার বিহীন ব্রাজিল। চার বছর আগে অনুষ্ঠিত ব্রাজিল বিশ^কাপে তিনি ব্রাজিলের হয়ে অংশ নিয়েছিলেন পায়ের ভাঙ্গা হাড় অপারেশনের পর।
নেইমার বলেন,‘ আমি জানিনা সামনে ব্রাজিল দলের জন্য কি অপেক্ষা করছে। তবে এখন যা ঘটেছে তা নিয়ে আমরা শুধু আক্ষেপই করতে পারি।’
৬১ বছর বয়সি কোচ তিতে পদত্যাগের ঘোষনা করায় নতুন একজন কোচ পাবে ব্রাজিল। ৩৮ বছর বয়সী অধিনায়ক থিয়াগো সিলভা ও ৩৯ বছর বয়সী দানি আলভেস বিদায় নেবেন এবং ভিনিসিয়াস জুনিয়র ও  রডরিগোর মতো তরুণ তারকাদের গুরুত্বপুর্ন ভুমিকা পালন করতে হবে।
নেইমারের চেয়ে আট মাসের ছোট ব্রাজিলীয় গোল রক্ষক এ্যালিসন বাকের বলেন,‘ এখান থেকেই আমাদের খেলোয়াড়দের এগিয়ে যেতে হবে এবং নেতৃত্ব দিতে হবে। আমাদের দলে অনেক খেলোয়াড় আছেন যারা নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত সৃস্টি করতে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close