আন্তর্জাতিকখেলাধুলাবিনোদন
আজ সুইজারল্যান্ড এর বিরুদ্ধে মাঠে নামবে নেইমার বিহীন ব্রাজিল
প্রথম খেলায় সার্বিয়ার বিপক্ষে দারুণ খেলে জয় পেয়েছে ব্রাজিল। যদিও এই ম্যাচে দলের প্রালভোমরা নেইমার এবং ডিফেন্ডার দানিলো গোড়ালির ইনজুরিতে পড়ে গ্রুপ পর্বের ম্যাচে থেকে ছিটকে গিয়েছেন। আজ নকআউট পর্ব নিশ্চিত করতে স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপের আরেক বিজয়ী সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
এর আগে কাতারে আসার আগে কোচ তিতেসহ পুরো দলই ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল এখন আর শুধু নেইমারনির্ভর নয়, তার প্রমাণ প্রথম ম্যাচেই মিলেছে। সে কারণেই আগের দুই বিশ্বকাপে যে চাপ নিয়ে নেইমার মাঠে নেমেছিলেন তার থেকেই অনেকটাই নির্ভার হয়ে এবার তিনি নেমেছিলেন। কিন্তু আবারও সেই ইনজুরি তার ছায়াসঙ্গী হয়েই থেকে গেল।
ব্রাজিল (ফরমেশন ৪-৩-৩)
অ্যালিসন, মিলিতাও, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেড, পাকেতা, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিউস।
সুইজারল্যান্ড (ফরমেশন ৪-৩-৩)
সমের, উইডমার, আকনজি, এলভেদি, রদ্রিগেস, ফ্রয়লার, জাকা, সো, শাকিরি, এমবোলো, ভার্গাস।