নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সমন্বয় পরিষদের উদ্যোগে আব্দুল আজিজের মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রধান পৃষ্ঠপোশক ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারি সমিতির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল আজিজ সাহেবের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালিত।

শুক্রবার ( ৩০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় শহরের উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়, নারায়ণগঞ্জস্থ জেলা শাখার কাৰ্য্যালয়ে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত্ব হয়।

এদিকে সকালে পবিত্র কোরআন খতম, কালো ব্যাজ ধারণ। দুপুরে বনানীস্থ কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, বাদ জুম্মায় মসজিদ মসজিদে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার
সভাপতি হাবিবুর রহমান মল্লিকের সভাপত্তিত্বে ও নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মতিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মেরিন টেকনোলজির মো. বদিউজ্জামান, কর অঞ্চল নারায়ণগঞ্জের মো. জাহাঙ্গীর হোসেন, মির্জা নজরুল ইসলাম, জেলা ডাকঘরের মেহফুজুর রহমান, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নাসরিন সুলতানা মুক্তা, মো. সোহেল রানা, রেজিয়া বেগম, নারায়ণগঞ্জ রেলওয়ের খাজা সুজন, বিআইডব্লিটিএর মো. সিদ্দিকুর রহমান, মো. মিন্টু মিয়া, জেলা মৎস্য অফিসের শামিমা আক্তার, তাসলিমা আক্তার, বন্দর নির্বাচন অফিসের মো. বিল্লাল হোসেন, জেলা জর্জ কোর্টের মো. মোহাগ মিয়া, পুলিশ সুপার কায্যালয়ের শফিকুল ইসলাম, জেলা রাজস্ব প্রশাসনের আব্দুল হান্নান, কামরুল হাসান, উপজেলা প্রশাসনের মো. কাবুল হাওলাদার, মেরিন টেকনোলজির মো. নাসির উদ্দিন, নুরুল ইসলাম,  মাহবুবুর রহমান, আব্দুল মজিদ, শেখ শাহিন আহসান,  আবুল কাশেম প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মরহুম আব্দুল আজিজ সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close