স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি :
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক ৬ নভেম্বর, রোববার, বিকালে উপজেলা সদরের নিউটাউন ইসলাহুল উম্মাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে আগামী ২৪ নভেম্বর উলামা ও সুধী সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
ভৈরব উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেয মাওলানা মাসুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেয মাওলানা শফিকুল ইসলাম রিয়াজীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা পেশ করেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা আল আমীন ভৈরবী, প্রচার সম্পাদক মুফতি ইকবাল হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ শাবীব, হাজী জামাল উদ্দীন, মুফতি সিব্বির আহমদ, মহসিনুল হাসান, মাওলানা মুবারক শাহ্, হাফেয মাওলানা ইমরান হোসাইন ও সিরাজুল ইসলাম প্রমুখ।