জাতীয়বিনোদন

দীর্ঘদিন পর ভিলেন হয়ে ফিরলেন নায়িকা মুনমুন

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মুনমুন। খোলস বদলে একদম নতুনরূপে ফিরছেন তিনি। ইতিবাচক চরিত্র থেকে বেরিয়ে ধরা দিচ্ছেন নেতিবাচক চরিত্রে। নায়িকা থেকে তিনি এখন পুরোপুরি খল নায়িকা। ‘রাগী’ সিনেমায় মুনমুনকে দেখা যাবে ‘ভিলেন’ চরিত্রে।

শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘রাগী’। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান। সিনেমা হলে এসে দর্শকদের সিনেমাটি উপভোগ করতে আহ্বান জানান তিনি।

নির্মাতা বলেন, ‘দর্শকের উদ্দেশে এটাই বলার, তারা যেন হলে এসে সিনেমাটি দেখেন এবং ভালো-মন্দ প্রতিক্রিয়া জানান। আমি কী বানিয়েছি, এটা তারাই বিচার করবেন। সুতরাং তাদের ওপরই নির্ভর করছে আমাদের সিনেমার ভবিষ্যৎ।’

‘রাগী’তে নিজের ভূমিকা নিয়ে মুনমুন বলেন, ‘সিনেমার নায়ক আবীর আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। ভয়ঙ্কর গ্যাং লিডার হয়ে পর্দায় ফিরছি। আশা করি, দর্শক এন্টি-হিরো মুনমুনকে পছন্দ করবে।’

উল্লেখ্য, সামাজিক অ্যাকশন নির্ভর সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ। এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close