সিলেট বিভাগ
শ্রীমঙ্গলে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ লেদন মিয়া উরফে আব্দুর রহমান (৫০) পিতা-দুদা মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার পাচাউন গ্রামের আটককৃত লেদন মিয়ার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতে শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত পাচাউন গ্রামের মাদক ব্যবসায়ী লেদন মিয়া ওরফে আব্দুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে।
পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত লেদন মিয়ার ঘরে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে দুইটি নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাঁজা জব্দ করে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।