নারায়ণগঞ্জরাজনীতি

নাসিকের ১১ ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অধীনে নাসিকের ১১ ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের খানপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বার একাডেমি স্কুলে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ১১ নম্বর ওয়ার্ডে সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে কারও নাম ঘোষণা হয়নি। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জসিম উদ্দিন।
অপরদিকে ১২ নম্বর ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে সভাপতি মনোনীত হয়েছেন সাবেক যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম খান। সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, নিয়াজুল বিএনপি সন্ত্রাসীদের হাতে নির্মম নির্যাতনের শিকার একজন নেতা। ৯৫ সালে বিএনপির সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে গুলি করে এবং মৃত ভেবে ফেলে যায়।২০০০ সালে নারায়ণগঞ্জে খালেদা জিয়াকে কালো পতাকা প্রদর্শনের অভিযোগে নিয়াজুলের বড় ভাই নজরুল ইসলাম খান সুইটকে ২০০৪ সালে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। নিয়াজুল সেই নির্যাতিত পরিবারের সন্তান। আমরা মনে করি আমরা ১২ নম্বর ওয়ার্ডের নেতৃত্ব একজন যোগ্য ব্যক্তির হাতে তুলে দিতে পেরেছি। কিন্তু একটি পক্ষ নিয়াজুলের নামে কুৎসা রটাচ্ছে। দুঃখের বিষয় এই নিয়াজুলরাই সেদিন আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close