বরিশাল বিভাগসারাদেশ

ভোলায় ১১৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ

ভোলা জেলায় আজ নিবন্ধীত ১১৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ৩৩ লাখ ৪৫ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ২০২১-২২ অর্থবছরের এসব চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। ভোলা জেলা প্রশাসন ও ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগমসহ প্রত্যেক মহিলা সমিতির সভানেত্রীগণ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৪৫টি সমিতিকে দেয়া হয়েছে ১২ লাখ ৭৫ হাজার টাকা, দৌলতখানে ৬ টির অনুকূলে ১ লাখ ৮৫ হাজার, বোরহানউদ্দিনে ৫১ টিকে ১৩ লাখ ৭০ হাজার, চরফ্যাশনের ১১ টির বরাদ্দ ৩ লাখ ২৫ হাজার ও তজুমদ্দিনের ৬টি সমিতিকে ১ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close