জাতীয়রাজনীতি

৩ নয় ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

আগামী ৩ ডিসেম্বর ঘোষিত তারিখে ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কাউন্সিলের এই তারিখ ঘোষণা করেছিল। ৩ তারিখের পরিবর্তে ৮ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সে সভা শেষেই এই কথা জানানো হয়।

উল্লেখ্য, ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের মে মাসে। ওই বছরের জুলাইয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী। চাঁদা দাবিসহ নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে পদচ্যুত হন তারা। তাদের স্থলে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যকে ভারমুক্ত করা হয়। জয়-লেখক প্রায় তিন বছর ধরে সংগঠনের দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close