পরিচিতি

এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করলো ভৈরব স্বেচ্ছাসেবী টিম

স্টাফ রিপোর্টারঃ- ভৈরব উপজেলায় অবস্থিত ৬টি প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ভৈরব স্বেচ্ছাসেবী টিম” ।

গতকাল ২৩ অক্টোবর, শনিবার দুপুরে নিউটাউনে অবস্থিত ইসলাহুল উম্মাহ মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচী উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

সেচ্ছাসেবী টিমের উপদেষ্টা আল্লামা আব্দুল আহাদ সাহেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন, ভৈরব ইমাম-উলামা পরিষদের সভাপতি ও টিমের উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

ভৈরব সেচ্ছাসেবী টিমের সহ টিম লিডার মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টিম লিডার মাওলানা আনাস মাহমুদ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জনাব সুজন মাযহার, আব্দুল আহাদ, আশরাফুল ইসলাম , ইকবাল হোসাইন, আলামিন সাদী, ইয়াসিন আহমাদ, সালমান আনোয়ার, জুনাইদ আহমাদ, দুলাল ও আবু বকর প্রমুখ।

যে সকল প্রতিষ্ঠানে খাবার পৌঁছে দেওয়া হয়েছে সেগুলো হলো যথাক্রমে আফতাবুল উলুম এতিমখানা ঘোড়াকান্দা, ছনছাড়া এতিমখানা, চন্ডিবের জোবাইদা ওয়াজির এতিমখানা, চন্ডিবের হাজী আসমত আলী মহিলা এতিমখানা, আন নূর এতিমখানা কমলপুর ও কালিকাপ্রসাদ মিয়াবাড়ি মাদরাসা।

উল্লেখ্য, করোনা মহামারির শুরুতেই করোনায় মৃতদেহ কাফন দাফন করার লক্ষ্যে গঠিত হয় ভৈরব সেচ্ছাসেবী টিম। দাফনের পাশাপাশি ভৈরব ও পার্শ্ববর্তী এলাকায় অক্সিজেন সার্ভিস, রমজান মাসে ইফতার ও সাহরী বিতরণ ও ঈদে ঈদ সামগ্রী বিতরণ সহ বহুমুখি সেবা মূলক কাজ করছে সেচ্ছাসেবী এই টিম। টিমের অধিকাংশ সদস্যই তরুণ আলেম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close