অপরাধআইন ও অধিকারজাতীয়

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রজব আলী’কে গ্রেফতার করেছে র‌্যাব

যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কেএম আমিনুল হক ওরুফে রজব আলী’কে রাজধানীর কলাবাগান থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল (২ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে আজ (৩ জুলাই) বেলা সাড়ে ১২ টায় কাওরানবাজার র‍্যাবের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৪ সালের ৫ নভেম্বর কেএম আমিনুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটসহ সাতটি অভিযোগ আনা হয়। ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ২০১৬ সালের ১৮ মে আমিনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ১০১৮ সালের ৫ নভেম্বর কেএম আমিনুল হককে রজব মৃত্যুদণ্ডেরর আদেশ দেন।’

খন্দকার আল মঈন বলেন, গত রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-২ এর একটি দল রাজধানীর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে করে আসামি কেএম আমিনুল হককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close