নারায়ণগঞ্জবন্দর

নারায়ণগঞ্জের বন্দরে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নারায়ণগঞ্জের বন্দরে সিরাজুল ইসলাম মন্ডল (৪৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তার মোটরসাইকেল জব্দ করা হয় ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মদনপুর এলাকা থেকে সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের গফরগাঁও বেলদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম কুমিল্লা হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে একটি মটরসাইকেল করে ফেন্সিডিল নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বন্দরের মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চেকপোষ্ট বসিয়ে দ্রুত গতিতে আসা  মটরসাইকেলটিকে থামানোর জন্য সংকেত দিলে মটরসাইকেলটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের চৌকস দলের সহায়তায় মটরসাইকেলটি আটক করা হয় এবং আরোহী সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close