নারায়ণগঞ্জ
৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষনা দিলেন মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (২০২২-২০২৩) অর্থ বছরে ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষনা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলানয়াতনে এ বাজেট ঘোষনা করা হয়।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং ৫৫৯ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৪৭৯ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লাখ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।
বাজেট ঘোষনার পর নাসিক’র বিভিন্ন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের পুরস্কার বিতরন করেন মেয়র আইভী।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিইও শহিদুল ইসলামের সঞ্চালনায় এনসিসির সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বছরের বাজেটের তুলনায় এবছরের বাজেট প্রায় ১০০ কোটি টাকা কম। ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ছিলো ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।