আইন ও অধিকারনারায়ণগঞ্জসোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র‍্যাবের জালে ৫ ছিনতাইকারী, ৪৫৫ মোবাইল ফোন উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। তাদের হেফাজত থেকে ৪৫৫টি বিভিন্ন ব্র্যান্ডের এন্ড্রয়েড এবং বাটন মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর (৪০), সাং-বনগ্রাম, লৌহজং, মুন্সিগঞ্জ, মোঃ সাজু মন্ডল ওরফে সাহাজুল (৪৫), সাং-মথুরাপুর (পশ্চিমপাড়া), দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ জাকির হোসেন (৩৪), সাং-চাকদহ, নড়িয়া, শরীয়তপুর, মোঃ রাসেল ওরফে মিঠু (৩০), সাং-গুলিশা, চাঁদপুর সদর, চাঁদপুর এবং মোক্তার হোসেন (৩৩), সাং-মান্দারতলা, মতলব দক্ষিণ, চাঁদপুর।

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর শুক্রবার (৪ মার্চ) এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যানপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছে বলে জানায়। ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close