আইন ও অধিকারনারায়ণগঞ্জবন্দর

নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার স্বামী কর্তৃক নারায়ণগঞ্জের বন্দরে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের ব্যর্থ চেষ্টা চালানোর খবর পাওয়া গেছে। গত ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার বালিয়াগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

ধর্ষনের ব্যর্থ চেষ্টার ঘটনা এলাকায় জানাজানি হলে একটি মহল ওই শিক্ষিকার স্বামীকে বাঁচাতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে গনমাধ্যমের কাছে  এলাকাবাসী এ অভিযোগ করে।

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী একই প্রতিষ্ঠানের এক শিক্ষিকার কাছে দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়ে আসছে। এর ধারাবাহিকতায় গত ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ওই স্কুল ছাত্রী তার শিক্ষিকার বাড়িতে পড়তে যায়।

সে সময় শিক্ষিকার অন্পুস্থিতে তার স্বামী একই এলাকার মৃত শাহজাহান মিয়ার লম্পট ছেলে আলামিন ওই শিক্ষার্থীকে ঘরে ডেকে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ব্যর্থ চেষ্টা চালায়। পরে ওই স্কুল ছাত্রী চিৎকার দিলে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট আলামিন কৌশলে পালিয়ে যায়।

ধর্ষনের চেষ্টার ঘটনা এলাকায় ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল তড়িগড়ি করে আপোষ মিমাংশার  চেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close