নারায়ণগঞ্জসাহিত্য
নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভার নতুন কমিটির প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে পুরাতন কমিটি। শুক্রবার (৪ মার্চ) সকাল ১০টায় বন্ধুসভার নিজস্ব কার্যালয়ে নিয়মিত সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা রথীন চক্রবর্তী, ভবানী শংকর রায়, সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস, সাবেক সভাপতি রাসেল আদিত্য, সাব্বির আল ফাহাদ, সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক মনিকা আক্তার, যুগ্ম সম্পাদক নয়ন আহমেদ, মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক নুসরাত জাহান আনকা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৌরভ সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মৌন লাকী, মুক্তিযুদ্ধ ও গবেষনা সম্পাদক আহমেদুল হোসাইন, ম্যাগাজিন সম্পাদক নাসরিন আক্তার, বইমেলা সম্পাদক ইয়াছিন ইসলাম সাকিব, প্রথম আলো নারায়ণগঞ্জ জেলা ফট্রোগ্রাফার দিনার মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মিরাজ রেজা, সাধারন সদস্য ডা.খাইরুজ্জামান, আব্দুস সামাদ প্রমুখ।
সভার শুরুতেই নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন নতুন কমিটির সভাপতি উজ্জ্বল উচ্ছ্বাস। পরে বন্ধুসভার উপদেষ্টা রথীন চক্রবর্তী ও ভবানী শংকর রায় নতুন কমিটির প্রতি শুভ কামনা জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সাবেক সভাপতি রাসেল আদিত্য নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা ২০২২ সালের নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।