নারায়ণগঞ্জলেখা-পড়াসিদ্ধিরগঞ্জ
গোদনাইলে ইউনিকো শিক্ষার্থীদের বিরাট সাফল্য
বিশেষ প্রতিনিধিঃ গোদনাইলে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে আগ্রহী কিংবা পড়া শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠিত একাডেমিক কোচিং “ইউনিকো” এবছর ইউনিকো থেকে এইচ.এস.সি. শিক্ষার্থীদের বিরাট সাফল্য দেখা গেছে। গোদনাইল ২ নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পশ্চিমে (মায়া ভিলা-৫ম তলায়) মনোরম পরিবেশে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে শিক্ষা দিয়ে যাচ্ছে “ইউনিকো” নামক একাডেমিক কোচিং সেন্টার।
খোজ নিয়ে জানা যায়, গত ২০২১ সালে ” ইউনিকো ” থেকে এইচ.এস.সি. পরীক্ষায় অংশ নেয়া ৩ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করেছে।
এই বিষয়ে “ইউনিকো”র অন্যতম উদ্যোক্তা সৌরভ আহম্মেদ এর সঙ্গে কথা বললে তিনি জানান, আমরা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের (সাইন্স) একাদশ-দ্বাদশ (ইন্টার ফার্ট এন্ড সেকেন্ড ইয়ার) এর শিক্ষার্থীদের পড়াচ্ছি। আমাদের গোদনাইলে বিজ্ঞান বিভাগের মানসম্মত শিক্ষকের অভাব এবং সেবার ব্রত নিয়ে আমরা এই প্রতিষ্ঠান চালু করেছি। আমরা সবাইকে আমাদের প্রতিষ্ঠান একবার হলেও ঘুরে দেখে যাবার আমন্ত্রণ জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা আমরা পাঠদান করে থাকি। সৌরভ আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ইউনিকো’র অন্যতম উদ্যোক্তা মো: হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ইতিমধ্যে এইচ.এস.সি. ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য “ইউনিকো” এর নতুন ব্যাচে “ফ্রি ভর্তি চলছে” উক্ত বিষয়টি নিয়ে তাদের ফেইসবুক পেইজেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।