জাতীয়রাজনীতি

খেলাফত মজলিসের যোবায়ের আহমদ চৌধুরী আমীর ও আহমদ আবদুল কাদের মহাসচিব

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি :
(২৮ জানুয়ারি) শনিবার রাজধানীর নয়াপল্টনস্থ সীগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের বিদায়ী আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সকাল ৯টায় অধিবেশন শুরু হয়। সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে ২০২৩-২৪ সেশনের জন্য শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের নতুন আমীর ও ড. আহমদ আবদুল কাদের পুণরায় মহাসচিব নির্বাচিত হন।


সংগঠনের শূরা সদস্য ও সদস্যদের ভোটে নবনির্বাচিত আমীরে মজলিসকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক কাজী মিনহাজুল আলম। শূরা সদস্যদের ভোটে নবনির্বাচিত মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত আমীরে মজলিস শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

খেলাফত মজলিসের নবনির্বাচিত আমীর শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী বলেছেন, ৯২ ভাগ মুসলমানের দেশে নাস্তিক্যবাদী কোনো শিক্ষাক্রম মেনে নেয়া হবে না। ভুল, বিভ্রান্তিকর ইতিহাস ও কাল্পনিক দেবদেবীর মূর্তিতে ভরা পাঠ্যপুস্তক বাতিল করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের চিন্তা-চেতনা ও সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে নতুন পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সমাপনী অধিবেশনে তিনি উপরোক্ত কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে বিদায়ী আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে দ্বীন ইসলাম। হিম্মতের সাথে ময়দানে দ্বীন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যেতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য মানুষকে দ্বীনী আন্দোলনে সংগঠিত করতে হবে। আমাদেরকে সব সময় মজলুমের পক্ষে ও জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

অধিবেশনে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্যে ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে মাওলানা আবদুল বাছিত আজাদ, মাওলানা সাখাওয়াত হোসাইন, হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, অধ্যাপক সিরাজুল হক নায়েবে আমীর নির্বাচিত হন।
অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, আলহাজ্ব সদরুজ্জামান খান ও ডাক্তার এ এ তাওসিফ যুগ্মমহাসচিব নির্বাচিত হন।
মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক আহমদ আসলাম, মাওলানা সামছুজ্জামান চৌধুরী, মাষ্টার আবদুল মজিদ, অধ্যাপক এ এস এম খুরশীদ আলম, মাষ্টার সিরাজুল ইসলাম, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, ডাক্তার এবিএম হাসানুজ্জামান হেলাল, ডাক্তার আসাদুল্লাহ, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মাওলানা আবদুল হক আমিনী সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া অধ্যাপক কাজী মিনহাজুল আলম প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক, মো. জহিরুল ইসলাম সহকারী প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক, আবু সালেহীন অর্থ সম্পাদক, জিল্লুর রহমান সহকারী অর্থ সম্পাদক, ডাক্তার রিফাত হোসেন মালিক সমাজকল্যাণ সম্পাদক, বোরহান উদ্দিন সিদ্দিকী সহকারী সমাজকল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম সহকারী দফতর সম্পাদক, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রচার ও তথ্য সম্পাদক, অ্যাডভোকেট হাফেজ মাওলানা শাইখুল ইসলাম সহকারী আইন বিষয়ক সম্পাদক, মুফতি শিহাবুদ্দীন দাওয়াহ বিষয়ক সম্পাদক, মুফতি সাইয়্যেদুর রহমান সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক, অধ্যাপক একেএম মাহবুব আলম পরিবেশ বিষয়ক সম্পাদক, অধ্যাপক আবু সালমান শিক্ষা বিষয়ক সম্পাদক, মুফতি ওজায়ের আমীন উলামা বিষয়ক সম্পাদক, মাওলানা আবদুল হাই সহকারী উলামা বিষয়ক সম্পাদক, ডাক্তার শরীফ মুহাম্মদ মোসাদ্দেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, তাওহীদুল ইসলাম তুহিন যুব বিষয়ক সম্পাদক, আবু মুসাইয়্যিব কৃষি বিষয়ক সম্পাদক, উম্মে সুমাইয়া মহিলা বিষয়ক সম্পাদিকা, রায়হানা লোপা সহাকারী মহিলা বিষয়ক সম্পাদিকা এবং মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ আলী, মাস্টার সাইফুদ্দিন আহমদ, হাফেজ মাওলানা আবু সালমান, অধ্যাপক বজলুর রহমান, মুফতী আবদুল হামিদ, আবু আদিবা, মাওলানা আহমদ বিলাল, অধ্যাপক এম মোরশেদ, মাওলানা মাহবুবুর রহমান হানিফ, হাজী নূর হোসেন, মাওলানা কাজী আসাদ উল্লাহ, মাওলানা আফতাব উদ্দিন, হাফেজ মাওলানা জিন্নাত আলী, মাওলানা নুরুল আলম আল মামুন, মাওলানা রুহুল আমীন চৌধুরী, সাখাওয়াত হোসাইন মোহন, মো. সিরাজুল ইসলাম, কাজী ফিরোজ আহমদ, মাওলানা নুরুল হক, মাওলানা নেহাল আহমদ, অধ্যক্ষ আবদুল হান্নান নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সদ্য বিদায়ী আমীরে মজলিস অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক- পাবনা, অধ্যক্ষ মাসউদ খান- সিলেট, মাওলানা মুফতি রশীদ আহমদ ফারুক বর্ণভী- মৌলভীবাজার, হাফেজ মাওলানা নোমান মাজহারী- ঢাকা, মাওলানা জিয়াউল হক শামীম- ঢাকা, ডাক্তার আবদুল্লাহ খান- ঢাকা, মাওলানা হোসাইন নুরী- হবিগঞ্জ, সৈয়দ রশীদ আহমদ ফেরদৌস বিন ইসহাক, ঢাকা, মাওলানা তৈয়বুর রহমান- বাগেরহাট, মাওলানা মুহাম্মদ সালেহ- খুলনা, সৈয়দ মুহিবুর রহমান- সিলেট, হাফেজ মাওলানা নুরুজ্জামান- সিলেট, অধ্যাপক মুজাহিদুল ইসলাম- ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আবদুল লতিফ মাসুম- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা- বাংলাদেশ সুপ্রীম কোর্ট, মাওলানা গোলাম কিবরিয়া- খুলনা মহানগরী, মাওলানা ইমাম উদ্দিন- সুনামগঞ্জ, মাওলানা সিরাজুল ইসলাম- চাঁদপুর, মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী- কিশোরগঞ্জ, ড. ইউসুফ আলী- গাজীপুর, মাওলানা বোরহান উদ্দিন- চট্টগ্রাম, মাওলানা আবদুল মান্নান- ঢাকা, মাওলানা মোহাম্মদ আলী- রংপুর, মাওলানা তাজুল ইসলাম- কুমিল্লা, হাফেজ মাওলানা তাজুল ইসলাম- চট্টগ্রাম, অধ্যাপক আলী রেজা- গোপালগঞ্জ, অধ্যাপক আতাউর রহমান পীর- সিলেট, মাওলানা আবু তাহের- লক্ষ্মীপুর, অধ্যাপক সিরাজুল ইসলাম- খুলনা,

বীর মুক্তিযোদ্ধা কারী বজলুল হক- নারায়ণগঞ্জ, শায়খুল হাদিস মাওলানা আসাদুল্লাহ- জয়পুরহাট, মাওলানা নূরুজ্জামান খান- শরীয়তপুর,
মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী- ঢাকা, ড. ফারুক হোসাইন- মানিকগঞ্জ, ডাক্তার আবু হোসেন-চট্টগ্রাম, হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ্- বি-বাড়ীয়া, মাওলানা মাহবুবুল হক কাসেমী- ঢাকা, মাওলানা আবু তাহের জিহাদী- নারায়ণগঞ্জ, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম- ভোলা, মাওলানা আবুল কাসেম- পটুয়াখালী, মাওলানা মোহাম্মদ মুছা মানিকগঞ্জ, মাওলানা শরাফত আলী- কুমিল্লা, মাওলানা ফখরুদ্দীন- কুমিল্লা, মুফতি নুরুজ্জামান নোমানী- ঢাকা, মুফতি শরীফুল্লাহ- ঢাকা, মাওলানা নজরুল ইসলাম মাজহারী- ঢাকা, মাওলানা আলী আহমদ- গোপালগঞ্জ, মোরশেদ আলম খন্দকার- ঢাকা, লে. কমান্ডার মুসলেম উদ্দিন, প্রিন্সিপাল মুজিবুর রহমান- কিশোরগঞ্জ, মাওলানা শাব্বির আহমদ- বরিশাল, অধ্যাপক ওয়াসিক বিল্লাহ্ নোমান- ময়মনসিংহ, মাওলানা আবদুস শাকুর কাসেমী- সাভার, শায়খুল হাদিস আসাদুল্লাহ- খুলনা মহানগরী, ড. নেসার উদ্দিন- লক্ষ্মীপুর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন।

অধিবেশনে একটি শোক প্রস্তাবসহ শিক্ষাক্রমে ভুল-বিভ্রান্তিকর ইতিহাস এবং বিতর্কিত ও ধর্মবিরোধী বিষয় অন্তর্ভুক্তি প্রসঙ্গ, রাজনৈতিক সংকট উত্তরণ প্রসঙ্গ, অর্থনৈতিক সংকট ও জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চমূল্য প্রসঙ্গ ও সুইডেনের উগ্রবাদী নেতা কর্তৃক পবিত্র কুরআনের অবমাননা ও দেশে দেশে মুসলিম নির্যাতন প্রসঙ্গে ৫টি প্রস্তাব গৃহীত হয়।

অধিবেশনে বিভিন্ন দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি রাজধানীতে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close