
বিশেষ প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র থেকে দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করা হলেও এই জেলার ৯ টি থানার বিপুল সংখ্যক জনগণ গ্যাসের থেকে বঞ্চিত। প্রায় ৬৪ বর্গ কিলোমিটার বিস্তৃত জায়গা নিয়ে গঠিত তিতাস গ্যাস ক্ষেত্র থেকে গড়ে প্রতিদিন ৫২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়।অথচ এই জেলার মাত্র ২৪ হাজার গ্রাহককে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। বিপুল সংখ্যক জনগণ বৈধ গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। তাই অনেক মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছেন। আবার এই সিলিন্ডার ব্যবহার করেও তারা স্বস্তি পাচ্ছেন না, কারন দফায় দফায় সিলিন্ডার গ্যাসের দাম কমায় জনগণ দিশেহারা। এদিকে আখাউড়া থানার ভুক্তভোগী মানুষের সাথে কথা বললে তারা জানান,আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা। কিন্তু গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে বাসা-বাড়ির রান্না, হোটেল-রেষ্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা ঠিকমতো করতে পারছেন না। তাদের দাবি অবিলম্বে আখাউড়া সহ ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাসের বৈধ সংযোগ দেয়া হোক। দাবী আদায়ে তারা, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউরা) আসনের সংসদ সদস্য ও মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।