আন্তর্জাতিকখেলাধুলা

বিপিএলঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪২ বলে অর্ধশতক হাঁকান তামিম

চলমান বিপিএলে টানা দ্বিতীয় অর্ধশতক হাঁকালেন দেশ সেরা ওপেনার মিনিস্টার ঢাকার তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪২ বলে অর্ধশতক হাঁকান তামিম।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে ১৬১ রান। জয়ের জন্য ১৬২ রান করতে হবে ঢাকার।

১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদকে নিয়ে দারুণ শুরু করেন তামিম। প্রথম ৬ ওভারে ৪২ রান আসে তাদের জুটি থেকে। তবে দলীয় ৪২ রানের মাথায় শেহজাদ আউট হলেও নিজের ৪২তম টি-টোয়েন্টি ফিফটি তুলেন নেন তামিম। এই রান করতে তিনি খেলেন ৪২ বল।

কিন্তু গতকালের মতো আজও ফিফটি হাঁকিয়ে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তামিম। শরীফুলের বলে বোল্ড হয়ে মাঠ ত্যাগ করেন তিনি। আউট হওয়ার আগে ৪৫ বলে ৫২ রান করেন তিনি। এই রান করতে তিনি ৬টি চার ও দু’টি ছক্কা হাঁকান।

গতকাল আসরের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪১ বলে নিজের ৪১তম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন বাঁহাতি এই ওপেনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close