জাতীয়বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর,এমপি

বেশ কদিন ধরে আসাদুজ্জামান নূর তাঁর নির্বাচনী এলাকা নীলফামারীতে ছিলেন। সেখানে তাঁর সঙ্গী হয়েছিলেন অনিমেষ আইচ। তাঁরা গত শনিবার ঢাকায় ফিরেছেন। এই পরিচালক বলেন, ‘নূর ভাইকে (আসাদুজ্জামান নূর) যত সময় দেখেছি, একদম ভালো দেখেছি। আজ শুনলাম ভাইয়ের করোনা হয়েছে। এলাকায় কিছু জনসমাবেশ করেছেন। সেখানে সতর্ক থাকলেও মানুষের সামনে মাস্ক খুলে কথা বলেছেন। তিনি সবার সঙ্গে খুবই আন্তরিক। অনেক সময় দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। একসঙ্গে ফেরার সময়েও দেখেছি, ভাই পুরোই সুস্থ। ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।’

সুজন বলেন, ‘সংসদ অধিবেশনে যোগদানের জন্য গতকাল করোনা পরীক্ষা করতে দেন। পাঁচ ঘণ্টা পরে তারা রিপোর্ট দেয়, করোনা পজিটিভ। স্যারের কোনো শারীরিক জটিলতা নেই। স্যার ভালো আছেন। শারীরিক পরীক্ষা করাতে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’

আজ থেকে ‘পোর্ট্রেট’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল আসাদুজ্জামান নূরের। নাটকে আরও অভিনয় করার কথা ছিল অর্চিতা স্পর্শিয়াসহ অনেকের। নাটকটির পরিচালক তুহিন হোসেন বলেন, ‘আমাদের শুটিংয়ের সবকিছুই প্রস্তুত ছিল। অবশেষে নূর ভাইয়ের করোনার কারণে শুটিং বাতিল করেছি। নূর ভাইয়ের সুস্থতার জন্য সবার দোয়া চাই। সুস্থ হলেই আমরা শুটিংয়ে ফিরব।’ এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন আসাদুজ্জামান নূর। সে সময়ও সাধারণ কাশি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। তারপর আর কোনো জটিলতা ছিল না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close