জাতীয়বিনোদন

চলচ্চিত্রের শিল্পীরা অনুদানের টাকায় নয়, কাজ করে বেঁচে থাকবে : ইলিয়াস কাঞ্চন

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, ‘চলচ্চিত্রের শিল্পীরা অনুদানের টাকায় নয়, কাজ করে বেঁচে থাকবে। সে ব্যবস্থা করতে চাই। এটাই হবে আমাদের প্রথম কাজ।’

আজ রবিবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সেগুন বাগিচায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘শিল্পীদের কেন দুস্থ বলবে মানুষ। আমরা অনেক সিনেমা বানানোর উদ্যোগ নেব। নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি।’

এই অভিনেতা আরও বলেন, ‘সরকার আমাদের সিনেমার জন্য কিছু করতে চায়। প্রধানমন্ত্রীর ভালো লাগার একটা জায়গা বিএফডিসি। জাতির জনকের হাতে প্রতিষ্ঠিত হয়েছে এই এফডিসি। নিপুণরা এসে বলেছে আপনার মতো মানুষকে আমাদের লাগবে এখানে। উপযুক্ত নেতৃত্বের অভাব। এসব ভেবে রাজি হয়েছি।’

এ চিত্রনায়ক আরও বলেন, ‘আমার ছেলে জয়ও উৎসাহ দিয়েছে। সে বলল- বাবা শিল্পী সমিতি থেকে তোমার তো কিছু নেওয়ার নেই। তুমি যে পর্যায়ে গেছ সেখান থেকে চিন্তা করলে এই সংগঠনের সভাপতি হওয়া তোমার জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছুও নয়। কিন্তু তুমি তো ওখান থেকেই এসেছ। তুমি দেশের জন্য এতকিছু করছ, এবার দেখ নিজ অঙ্গনের মানুষগুলোর জন্য একটা কিছু করতে পারো কিনা।’

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। এখানে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আছেন অভিনেত্রী নিপুণ। এই প্যানেল থেকে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, সাইমন সাদিক, ইমন, নিরব ও নূতনসহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close