সারাদেশ

তাড়াইলে দারুল কুরআনের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, বজ্রধ্বনি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার বার্ষিক পরীক্ষা ২০২১ এর ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া (শাহীন)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

দারুল কুরআনের সহকারী পরিচালক সাংবাদিক এনায়েতুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন দারুল কুরআনের উপদেষ্টা ও তাড়াইল সচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাদেকুর রহমান, গতি রাইড শেয়ারিংয়ের সিইও খালেদ কাযিম, কিশোরগঞ্জ পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক, তাড়াইল উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেয মাওলানা ফরিদ উদ্দিন, তাড়াইল থানা বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোশাহিদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা পেশ করেন জামিয়াতুল ইসলাহ্ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহানুদ্দীন আহমাদ, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ কলাপাড়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল ইসলাম, সহিলাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন ভূঁইয়া, অভিভাবক সদস্য মাওলানা ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মো. নুরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে দারুল কুরআন মাদরাসার নুরানি তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী মোছা. মাইমুনা রহমানের উপস্থাপনায় শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে নুরানি তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী মোছা. সুমাইয়া আক্তারের আরবি ভাষায় বক্তৃতা পেশ, হিফয বিভাগের ছাত্রদের সুললিত কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত, নুরানি কিন্ডারগার্টেন শাখার কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, বাংলা, ইংরেজি, হাদিস, মাসায়ালা উপস্থাপনা, পবিত্র জুমার নামায ও জানাজা আদায়সহ মনকাড়া আয়োজন সম্পৃক্ত ছিল। এ সময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষক, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিডিআরের অবসরপ্রাপ্ত ও বর্তমান সদস্য, তাড়াইল বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় হিফয ও নাযেরা বিভাগ, নুরানি কিন্ডারগার্টেন শাখার প্লে, নার্সারি, নুরানি প্রথম শ্রেণি, নুরানি দ্বিতীয় শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী এবং হিফয বিভাগের পরীক্ষায় বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হিফয শিক্ষা বোর্ড হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের পরীক্ষায় মুমতাজ (এ+) পেয়ে উত্তীর্ণ ছাত্রদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close