চট্টগ্রাম বিভাগনির্বাচনী হালচাল
বোয়ালখালীতে নৌকার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক,সাফায়েত মোরশেদ বোয়ালখালী চট্টগ্রামঃ আসন্ন ৫ই জানুয়ারী ২০২২ বোয়ালখালীতে ইউপি নির্বাচন। বোয়ালখালী ৭ নং চরণদ্বীপ ইউনিয়নের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে রিটার্নিং অফিসারের সূত্র মতে জানা গিয়েছে রোববার (১২ ই ডিসেম্বর) রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকল প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার আতিকুল উল্লাহ বলেন ঋণখেলাপির অভিযোগের কারণেই ৭ নং চরণদ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুল হকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে এই বিষয়ে চেয়ারম্যান প্রার্থী শামসুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।