নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজুর পুত্র ‘মানাফ ’ এর জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জে কেঁক কেটে ‘মানাফ ইজহান সাইফান’ এর ৩য় তম জন্মদিন পালিত হয়েছে।  শনিবার দিবাগত রাতে উত্তর কদমতলী এলাকায় কেঁক কেটে এ জন্মদিন পালন করা হয়।

‘মানাফ ইজহান সাইফান’ সিদ্ধিরগঞ্জের উত্তর কদমতলী নাসিক ৭নং ওয়ার্ডের তরুণ কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী তানজিম কবির সজিব (সজু) এর একমাত্র পুত্র এবং কদমতলী এলাকার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব হুমায়ূন কবির এর নাতি। সে গত ২০১৮ সালের ১১ই ডিসেম্বর এ তারিখে জন্ম গ্রহন করেন।

জন্মদিন উপলক্ষে সাইফান’ এর আব্বু, আম্মু, দাদা-দাদি, নানা-নানি‘সহ সকল আত্নীয় স্বজনরা দোয়া কামনা করেছেন। জন্মদিনের অনুষ্ঠানে কদমতলী এলাকার মুরুব্বি, তরুণ যুব সমাজ ও বন্দু-বান্দবসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা হাজী তানজিম কবির সজু, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওমনান ও তার পুত্র একেএম অয়ন ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য এবং সকল মুসলিম উম্মাহর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close