Uncategorized

সিদ্ধিরগঞ্জে পানি ও বিদ্যুতের দাবিতে বিহারীদের বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনীর বাসিন্দারা বিদ্যুৎ ও পানির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বিহারী কলোনীর ২৪’শতাধিক পরিবারের হাজার হাজার বাসিন্দা পানি ও বিদ্যুৎ না থাকায় গতকাল শনিবার বিকেল ৪’টায় এই বিক্ষোভ মিছিল করেন।

বিহারী কলোনীর বাসিন্দা বিক্ষোভে অংশ নেওয়া আসলাম জানান, গত ১ মাস ধরে পানি ও ৭/৮ দিন ধরে বিদ্যুৎ নেই। পানি বিদ্যুৎ না থাকায় চরম মানবেতর জীবন যাপন করছি। তাই নিরুপায় হয়ে আন্দোলন করতে হচ্ছে।

কলোনীর চেয়ারম্যান মো: লিয়াকত হোসেন বলেন, কলোনীতে বর্তমানে ২৪ শতাধিক পরিবার বাস করছে। গত ১ মাস ধরে কলোনীর পানির লাইন বন্ধ রয়েছে। বিদ্যুৎ নেই ৭/৮ দিন ধরে। পানি বিদ্যুৎ ছাড়া কলোনীর হাজার হাজার বাসিন্দা চরম মানবেতর জীবন যাপন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close