নারায়ণগঞ্জবন্দর

নারায়ণগঞ্জের বন্দরে কিশোর শ্রমিককে মারধর করে গুরুতর জখম

বন্দরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের হামলায় পোশাক শ্রমিক ইমরান (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দক্ষিন শাহীমসজিদ এলাকার কিশোর সন্ত্রাসী সৌরভ ও তার সাঙ্গপাঙ্গরা। শুক্রবার দুপুরে দক্ষিন শাহীমসজিদ আনুমুন্সির বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে আহত পোশাক শ্রমিক ইমরানের চাচাত ভাই ফয়সাল বাদী হয়ে কিশোর অপরাধী সৌরভসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করে।

জানা গেছে,বন্দর শাহীমসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে পোশাক শ্রমিক ইমরানের সাথে দক্ষিন শাহীমসজিদ খালপাড় এলাকার মাহমুদুল হাসান স্বপনের ছেলে  নব্য কিশোর অপরাধী সৌরভের সাথে বেশ কিছুদিন যাবৎ মনোমালিন্য হচ্ছিল।

প্রায় সময়ই কিশোর অপরাধী সৌরভ স্ঘংবদ্ধ হয়ে শাহীমসজিদ আনুমুন্সির বাড়ির পাশে বসে নেশাজাতীয় দ্রব্য পান করত। পোশাক শ্রমিক ইমরানের বাড়ির পাশে এমন অসামাজিক কর্মকান্ড করায় বাধা দেয় সে। এরপর প্রায়ই ওই স্থানে দলবদ্ধ হয়ে কিশোর সন্ত্রাসী সৌরভ নেশা পান করতে থাকে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর ১২টার দিকে পোশাক শ্রমিক ইমরান ওই পথ ধরে আসার সময় তাকে উদ্দেশ্য করে কিশোর অপরাধী সৌরভসহ তার সহযোগীরা অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। ইমরান প্রতিবাদ করলে সৌরভসহ তার সাঙ্গপাঙ্গরা লোহার রড টিয়ে পিটিয়ে আহত করে।

একপর্যায়ে কিশোর সন্ত্রাসী সৌরভের হাতে থাকা ধারালো কেচি দিয়ে ইমরানের গালে ও মূখমন্ডলে কুপিয়ে মারাত্নক জখম করে। আহত ইমরানের চিৎকারে তার চাচাত ভাই ফয়সাল এগিয়ে গেলে হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে ও তাদের পকেটে থাকা ৭হাজার টাকা নিয়ে চম্পট দেয়। আশপাশের লোকজন আহত ইমরানকে দ্রুত বন্দর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close