নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্মিত নামাজ ঘরের উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নব-নির্মিত নামাজ ঘর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে এবং ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নামাজ ঘরের উদ্বোধন করা হয়। পরে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে নামাজ ঘরের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, কার্যকরী সদস্য মাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন, স্থায়ী সদস্য ইউসুফ আলী এটম, সুমন মাহবুব, নাহিদ আজাদ, মোহাম্মদ তমিজ উদ্দিন, রফিকুল ইসলাম রফিক, এম আর কামাল, মোহাম্মদ মনির হোসেন, এম এ খান মিঠু, শফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন, অনেক দিন ধরেই নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের নামাজ ঘরের একটি দাবী ছিলো। আজ এটি পূরন করতে পেরে আমরা আনন্দিত। ইনশাল্লাহ রোজায় আমরা একজন ইমাম সাহেবকে রেখে তারাবী পড়ানোর ব্যবস্থাও করবো।