নারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ফ্যাশন সিটি’র শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

আদমজী ইপিজেডে অবস্থিত কুনতং এ্যাপারেলস লিঃ ফ্যাশন সিটি’র শ্রমিকেরা বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টয় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও শহরে মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে কারখানার শ্রমিক মঞ্জু আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেরার সাধারণ সম্পাদক এস.এম.কাদির , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাচঁপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার খানঁ , গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, কারখানা শ্রমিক সীমা, ফরিদ , সাবিনা , রিনা , বিনু , মনির , শাহিনুর ও তহুরা প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাশন সিটি মালিক কর্তৃপক্ষ গত ১২ সেপ্টেম্বর’২০ তারিখে কারখানাটি হঠাৎ লে-অফ করে। বেপজা আইন লঙ্ঘন করে অতিরিক্ত আরো ৩ মাস লে-অফ করে রাখে। জানুয়ারী’২১ শেষ সপ্তাহে এসে মালিক কর্তৃপক্ষ জানায় কারখানাটি ১ জানুয়ারী’২১ তারিখ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য ডিসেম্বর’২০ মাসের বকেয়া বেতন গ্রহন করতে  শ্রমিকরা কারখানায় গেলে পুলিশ ও সন্ত্রাসীরা শ্রমিকদের উপর হামলা চালায় এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়। ১৬ জানুয়ারি’২১ বেপজা কতৃপক্ষ শ্রমিক নেতৃবৃন্দর সাথে কুনতং এ্যাপারেলস লিঃ এর সংকট নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা করেন। তখনো বলা হয়েছে কারখানাটি লে-অফ।

বাস্তবে কারখানাটি ব্যাক ডেটে বন্ধ করা হয়েছে। শ্রমিকরা আইন মেনে দীর্ঘদিন লাগাতার আন্দোলন কর্মসূচি করার ফলে গত ১৫,১৬ ও ১৭ ফেব্রুয়ারী ’২১ শ্রমিকদের আইনগত প্রাপ্য পাওনা থেকে মাত্র ৩৬% পরিশোধ করা হয়েছে। বেপজা কর্তৃপক্ষ থেকে বলা হয় অবশিষ্ট্য ৬৪% পাওনাদি অচিরেই পরিশোধ করা হবে।

কিন্তু এখন পর্যন্ত প্রায় ১০ মাস অতিক্রান্ত হলেও শ্রমিক-কর্মচারীদের বকেয়া ৬৪% পাওনাদি পরিশোধ করা হয় নাই।

এই ১০ মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে বাসাভাড়া গ্যাস বিল বেড়ে যাওয়ায় শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছে। তাদের সন্তানদের লেখাপড়া, পরিবারের সদস্যদের চিকিৎসা করতে না পারা সঞ্চয় না থাকার কারনে বিপদ থেকে রক্ষা পাচ্ছে না।

৬৪ শতাংশ বকেয়া প্রাপ্য পাওনা আদায় করে দেওয়ার জন্য গত ১২ নভেম্বর২১’ তারিখে সিদ্ধিরগঞ্জ থানার ও.সি  এবং গত ২৮ নভেম্বর’২১ জেলা প্রশাসক, পুলিশ সুপার, আদমজী বেপজা কতৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার-৪ বরাবর স্মারকলিপি পেশ করেছে। এখনো সংকট সমাধান করতে কোনো কতৃপক্ষ এগিয়ে আসেনি।

অবিলম্বে শ্রমিকদের নামে অজ্ঞাত দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে বকেয়া ৬৪% প্রাপ্য পাওনা পরিশোধ করার আহ্বান জানান নেতৃবৃন্দ অন্যথায় শ্রমিকেরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close