চট্টগ্রাম

চট্টগ্রাম নুরানি বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষা শুরু

এমদাদুল্লাহ্, বজ্রধ্বনি: নুরানি তা’লিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ’র তত্ত্বাবধানে, দেশব্যাপি বোর্ড কর্তৃক পরিচালিত নুরানি প্রতিষ্ঠান সমূহের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা রোববার সকাল থেকে শুরু হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত এ শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, এবছর সারাদেশের মোট এক হাজার ৫৩৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চলের মোট সাত হাজার ২৭০টি প্রতিষ্ঠান থেকে চার লাখ ২৮ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী তৃতীয় শ্রেণির এ কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়, অত্যন্ত আনন্দঘন পরিবেশে রোববার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। কেন্দ্র পরিদর্শনে পরীক্ষার্থীদের পাশাপাশি, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাঝেও বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিদিন দুইটি করে এবং শেষ দিন একটি পরীক্ষা রয়েছে। মোট নয়টি বিষয়ে পরীক্ষা হচ্ছে।
এরমধ্যে পাঁচটি লিখিত ও চারটি মৌখিক পরীক্ষা রয়েছে। লিখিত পরীক্ষাগুলো হচ্ছে আরবি, বাংলা, গণিত, ইংরেজি এবং সমাজ ও বিজ্ঞান। মৌখিক পরীক্ষার বিষয়গুলোর মধ্যে আছে কুরআন মাজিদ ও তাজবিদ, হাদিস শরীফ ও আসমাউল হুসনা, কালিমা ও মাসায়িল এবং আদইয়ায়ে সালাত ও আদইয়ায়ে মাসনুনাহ্। শিক্ষা বোর্ডের মহাসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও বোর্ড কর্মকর্তাগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সামগ্রিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close