নারায়ণগঞ্জনির্বাচনী হালচাল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মিশালের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নাঈম হোসেন মিশাল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মো. নাঈম হোসেন মিশাল। ২০১৬ সালের নির্বাচনে ১২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মো. নাঈম হোসেন মিশাল।

সেই নির্বাচনে প্রতিদন্ধী প্রার্থী বর্তমান কাউন্সিলর শওকত হাসেম শকুর কাছে পরাজিত হয়ে ২য় অবস্থানে ছিলেন মো. নাঈম হোসেন মিশাল। জানা গেছে, এবারও মানুষের কাছ থেকে ভালো সমর্থন পাচ্ছেন নাঈম ।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মো. নাঈম হোসেন মিশাল বলেন, ১২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি। ১২নং ওয়ার্ডবাসীসহ সকল মানুষের কাছে আমি দোয়া চাই। চলমান করোনা মহামারী’র সময়ে আমি ১২নং ওয়ার্ডবাসীর সেবা করার চেষ্টা করেছি।

সেই সাথে বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য সচেতনতা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। দুস্থদের মাঝে খাবার বিতরণ, বিনামূল্যে অক্সিজেন বিতরণ করেছি । শুধু মাত্র করোনা মহামারীতেই নয়, এরপূর্বে থেকেই আমি ১২নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সরাসরি জড়িত ছিলাম এবং এখনো আছি। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে ১২নং ওয়ার্থেকে প্রতিদন্দিতা করে ২য় সর্বোচ্চ ভোট পেয়েছি। এবার আল্লাহর রহমেত ১২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে মানুষের দরজায় নাগরিক সেবা পৌছে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close