নারায়ণগঞ্জরাজনীতি

২৫ হাজার টাকা মজুরির দাবিতে সমাবেশ করবে গার্মেন্ট শ্রমিক সংহতি

প্রেস বিজ্ঞপ্তিঃ আগামীকাল ২৯ সেপ্টেম্বর, শুক্রবার, বিকেল ৪ টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব জাহিদ সুজনের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল হোসাইন।

আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সভাপ্রধান অঞ্জন দাস, জেলার সদস্য সচিব আব্দুল আল মামুন, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন, মাহমুদ কলি হারুন, অর্থ সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, পঞ্চবটি অঞ্চলের আহ্বায়ক অভি হাওলাদার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে মজুরি বোর্ড এখন পর্যন্ত ২টি সভা করলেও সভার কোন কার্য বিবরণী জানা যায় নাই। আগামী ১ অক্টোবর মজুরি বোর্ডের ৩য় সভা। মজুরি নিয়ে বোর্ডের টালবাহানা শ্রমিকরা মানবেনা। অবিলম্বে নূন্যতম মজুরি ২৫ হাজার ঘোষণা করতে হবে। একইসাথে শতকরা ৫১ ভাগের পরিবর্তে বেসিক ৬৫ ভাগ, ৫ ভাগ থেকে ইনক্রিমেন্ট ১০ ভাগ করতে হবে। দ্রব্য মূল্যের বাজার নিয়ন্ত্রণ ও গ্যাস বিদ্যুতের দাম কমাতে হবে। এই আহ্বানে আগামীকাল সমাবেশ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close