সারাদেশ

বাঞ্ছারামপুর থেকে গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মোঃ রাফি তালুকদার ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থেকে ১২.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
আজ (২৭ অক্টোবর)বুধবার দুপুরবেলা ২ ঘঠিকায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের তার লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ২৭ অক্টোবর ২০২১ইং তারিখ আনুমানিক ০৯.০০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন কড়িয়াকান্দি ফেরিঘা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হাছিনা (৩০), পিতা- হাবিবুর রহমান, সাং- চান্দলা, থানা-ব্রাক্ষণপাড়া, জেলা- কুমিল্লাকে আটক করেন।
এসময় ধৃত আসামীর দখলে থাকা ব্যাগের ভিতর হতে ১২.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close