জাতীয়লেখা-পড়া

করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলে জানুয়ারিতে ক্লাস বৃদ্ধির চিন্তা : শিক্ষামন্ত্রী

বর্তমান পরিস্থিতিতে আর সরাসরি ক্লাস বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘সামনে আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আমাদের প্রত্যেকটা শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা অনেক। আমরা যে রুটিনে ক্লাস শুরু করে ছিলাম, এখনো সেটা আছে। এই মুহূর্তে ক্লাস বাড়ানোর সুযোগ নেই। তা ছাড়া শ্রেণিকক্ষে জায়গারও ব্যাপার আছে।’

আজ শনিবার সকালে চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকায় চাঁদপুর পল্লীবিদ্যুৎ-২–এর নতুন কমপ্লেক্সে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘যদি ক্লাস বাড়াতে যাই, আমাদের এত শিক্ষকও নেই। তবে আগামী জানুয়ারিতে আমরা চিন্তা করছি, যদি করোনার পরিস্থিতি এমন থাকে, তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য আমরা চিন্তা করব।’

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে, কোথায় কোথায় কারা কারা এর সঙ্গে যুক্ত, তা তদন্ত করে সব বের করা হচ্ছে। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ জন্য গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close