নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে তিন মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক পলাতক

নারায়ণগঞ্জে দারুল ইসলাহ ইসলামিয়া মাদরাসা নামের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৩ ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে।

এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বুধবার জামতলা ধোপাপট্টিতে অবস্থিত ওই মাদ্রাসা থেকে পালিয়ে গেছে অভিযুক্ত শিক্ষক।

তার নাম শাহজালাল।

স্থানীয়রা মাদ্রাসাটিকে হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের মাদ্রাসা নামেই চিনে।

বলৎকারের শিকার এক ছাত্রের মা জানান, মাদ্রাসার হেফজখানার শিক্ষক শাহজালাল গত তিন মাস ধরে তার ছেলেকে বলাৎকার করছিল। কিন্তু ভয়ে কখনো মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেনি ছেলে। তবে গত ৯ এপ্রিল মাদ্রাসা থেকে পালিয়ে এসে বলাৎকারের বিষয়ে মুখ খোলেন। এরপর দারুল ইসলাহ ইসলামিয়া মাদরাসার আরো দুই ছাত্র হেফজখানার শিক্ষক শাহজালালের বিরুদ্ধে বলাৎকারের আভিযোগ করেন।

বলাৎকারের শিকার এক ছাত্রের পিতা বলেন, আমি তো আমার ছেলেকে এখানে মানুষ হতে পাঠিয়েছি। কিন্তু এখন যে আমার ছেলে এই মাদ্রাসা থেকে নোংরা স্মৃতি নিয়ে গেল, এটা তো সারা জীবনেও সে ভুলবেনা। আমি তো এ বিষয়ে কখনো চিন্তাও করিনি। কিন্তু কি হয়ে গেল। আল্লাহ তুমি আমাদের মাফ করো।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাহজালাল ও মাদ্রাসা কর্তৃপক্ষ্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বলাৎকারের শিকার সেই ছাত্রদের অভিভাবকরা।

মাদ্রাসাটি সম্পর্কে জানতে চাইলে মাওলানা ফেরদাউসুর রহমান জানান, এক সময় আমি মাদ্রাসাটি পরিচালনা করেছিলাম। গত ৩ বছর যাবত মাদ্রাসাটির সাথে আমার কোন সম্পর্ক নেই। এখন এই মাদ্রাসা পরিচালনা করছে মুফতি দেলোয়ার ও আনিস আনসারী। আমিও ঘটনা শুনে বিকালে গিয়ে ছিলাম, ঘটনা সত্য। গিয়ে শুনলাম অভিযুক্ত শিক্ষককে কৌশলে তারা পালিয়ে যেতে সহযোগীতা করেছে। এলাকার মানুষকে উত্তেজিত দেখে চলে এসেছি।

এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ রেজাউল হক দিপু জানান, শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আসলে বলতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close