নারায়ণগঞ্জ
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন বি-১৭৫৩ এর অন্তর্ভুক্ত ট্যাংকলরি টার্মিনাল কমিটি ও কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন বি-১৭৫৩ এর অন্তর্ভুক্ত ট্যাংকলরি টার্মিনাল কমিটি ও কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৮ অক্টোবর) সকালে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। গোদনাইল পদ্মা ডিপো শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেনে সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, পেট্রোলপাম্প ট্যাংকলরী ওনার্স ইউনিটির পদ্মা শাখার সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, কার্যকারী সভাপতি মোঃ সাইজউদ্দিন মাদবর, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, বাংলাদেশ ট্যাংকলরি অনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ পারভেজ, সহ-সাধারন সম্পাদক সাব্বির আহমেদ প্রধান, গোদনাইল পদ্মা শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রিদয়, কোষাধক্ষ্য মনির হোসেন, বাচ্চু নেতা, মহিউদ্দিন, আওলাদ হোসেন, প্রমূখ।
এদিকে নবনির্বাচিত কমিটিতে কমিউনিটি পুলিশিং সভাপতি হিসেবে রয়েছেন রাকিব ভূ্ঁইয়া, সাধারণ সম্পাদক সোহেল হোসেন। টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি হয়েছেন জাকির হোসেন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: নাজিম। পরিচিতি সভা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে বেশ কিছু দাবী উত্থাপন করেন নতুন এই কমিটির সদস্যবৃন্দরা। কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ দাবি পূরণের আশ্বাস সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।