জাতীয়নির্বাচনী হালচাল

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন: তোফায়েল আহমেদ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, মনে করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। তবে অবশ্যই সংস্কার করে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার জানিয়েছেন রাষ্ট্রপতিকে হতে হবে নির্দলীয়।

শনিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমের সাথে কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে গঠিত। হলফনালামা যাচাই-বাছাই করা, কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে, না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে কথা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেউ যেন নির্বাচিত না হতে পারে। কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের শাস্তির আওতায় আনতে রাষ্ট্রপতি নির্বাচনেও সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে করা, নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ করা, গণমাধ্যমের মালিকানার সঙ্গে যুক্ত কেউ নির্বাচন করতে পারবে না এসব পরামর্শ গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে নির্বাচন সংস্কার বিষয়ক কমিশনকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close