মতামত
দেওভোগে নারায়ণগঞ্জ স্কুলের সাবেক জিএস বাবুলের মাগফেরাত কামনায় দোয়া
নিজস্ব সংবাদদাতা: নগরীর দেওভোগে নারায়ণগঞ্জ হাই স্কুলের সাবেক জিএস সদ্য প্রয়াত আমির হোসেন বাবুলের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) বাদ জোহর মরহুমের নিজ বাসভবন দেওভোগ পাক্কা রোড সরদার বাড়িতে অনুষ্ঠিত হয়।
মরহুমের সহোদর জহুরুল হক আলো এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন।
দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।
দোয়ায় আরও উপস্থিত ছিলেন- ডিপিডিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) এর সভাপতি মোঃ হাবিবুর রহমান, হোসিয়ারী শ্রমিক সংগঠনের সাবেক নেতা তাজ মোহাম্মদ ভুলু, কমল হাসান শান্ত, আরাফাত রহমান অশিন, বেনী আমিন সুজন, মোঃ সুমন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বিপু প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাজা গরীবে নেওয়াজ হাফেজি লিল্লাহ্ বডিং এর প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ নাছির উাদ্দন এবং সহকারী প্রধান শিক্ষক হাফেজ মোঃ আতিকুল ইসলাম।
এছাড়াও বাদ আসর নগরীর পাইকপাড়া কবরস্থানে আমির হোসেন বাবুলের কবর জিয়ারত ও চাদর চড়ানো হয়।
উল্লেখ্য আমির হোসেন বাবুল নারায়ণগঞ্জ হাই স্কুলের ১৯৭৫-৭৬ সালে জিএস এর দায়িত্ব পালন করেন। গত ৪ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।