জেলা/উপজেলাসারাদেশ

জাতীয় শোক দিবসে মানব কল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট বেলা ১১ টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় মানব কল্যাণ পরিষদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কারপ্রাপ্ত ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। শোক সভায় বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, অর্থ সচিব মোঃ সাইফুল ইসলাম, দাতা সদস্য রাসেল ইসলাম জীবন ও অফিসিয়াল ইমেজ মেম্বার ফাহমিদা হক ইলা। সভায় অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন সমাজকর্মী কোহিনুর আক্তার শানু, তাবাস্সুম তাজিম রাত্রি, ফারজানা তাসনিম তমা, মুসতারিন মুক্তা, আসমা আক্তার, লাকী আক্তার ও মামনি সাহা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মানবিক গুণাবলি দিয়ে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভাবে কাজ করতে হবে এবং আর্তমানবতার সেবায় অগ্রণী ভুমিকা পালন করতে হবে। শোককে শক্তিতে পরিণত করে সময়ের সাহসী ব্যক্তি হিসেবে স্বেচ্ছাসেবী সমাজকর্মীদের গড়ে উঠতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close