বিনোদন

মেয়ের স্বপ্ন পূরণ করলেন বাবা

ছোটবেলা থেকেই আফসার পছন্দের তালিকায় প্রিয় তারকা শাকিব

বজ্রধ্বনি রিপোর্ট :শুধু সিনেমার পর্দায় কোটি কোটি ভক্ত-সমর্থকের হৃদয়ে মাতিয়ে রাখেন না তিনি, সারাদেশের মানুষের মনে নানা কারনে অকারনে একটি আবেগের জায়গা তৈরি করেছেন রুপালি পর্দার সেরা অভিনেতা শাকিব খান।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী খাদিজা তুস আফসা। ছোটবেলা থেকেই আফসার পছন্দের তালিকায় প্রিয় তারকা শাকিব খান। প্রিয় তারকাকে সামনে থেকে একনজর দেখতে কিংবা তার সঙ্গে ছবি তোলার ইচ্ছে আফসার।

আফসার বাবা জাতীয় দৈনিক স্বাধীন বাংলাদেশ নামে একটি পত্রিকার প্রকাশকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি হিউম্যান রাইটস বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি, বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতির দায়িত্ব পদে রয়েছেন।

কর্মব্যস্ত বাবার কাছে মেয়ে আফসার আবদার প্রিয় তারকা শাকিব খানকে সামনাসামনি থেকে দেখবার এবং তার সাথে কথা বলবার।

গতকাল চিত্রনায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’ শুটিংয়ে এফডিসিতে প্রিয় তারকাকে প্রথমবার স্বচক্ষে দেখার মাধ্যমে স্বপ্ন পূরণ হয় আফসার। ফুলের শুভেচ্ছা তুলে দেন প্রিয় তারকার হাতে। সব মিলিয়ে শাকিবের সান্যিধ্যে ছিলেন মিনিট দশেক।

সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে আফসা গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন, ছোটবেলা থেকে শাকিব খানকে সরাসরি দেখতে চাইতেন তিনি।বাবাকে জানানোয় বাবা দেখা করার ব্যবস্থা করে দেয়ায় শাকিব খানের সঙ্গে দেখা করার মধ্য দিয়ে আমার স্বপ্ন পূরণ হলো। এজন্য বাবাকে অনেক অনেক ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close