ঢাকা বিভাগনারায়ণগঞ্জফতুল্লারাজনীতি

বাঁশখালী শ্রমিক হত্যার প্রতিবাদে না’গঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

নিজস্ব সংবাদদাত, নারায়ণগঞ্জ:
বাঁশখালী শ্রমিক হত্যার বিচার, মালিক-পুলিশ সহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার উদ্যোগে সোমবার (১৯ এপ্রিল) বিকালে মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইফুল ইসলাম শরীফ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সহ-সভাপতি শহীদুল ইসলাম, মোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

নেতৃবৃন্দ বলেন, বাঁশখালি বিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতন-ভাতার দাবীতে বিক্ষোভরত শ্রমিকদের উপর অতি উৎসাহী পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করেছে। গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত এবং ৩০ জনের অধিক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। বকেয়া বেতন-ভাতার দাবী করায় নির্বিচারে গুলি করা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। সাড়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা এসেছে। বিনা অপরাধে শ্রমিক হত্যা করা হয়েছে।

এ ক্ষতিপূরণ অন্যায্য। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের বিনামূল্যে চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ এবং শ্রমিকদের বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ সহ ১০ দফা দাবী মেনে নিতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে উৎপাদনের চাকা সচল রাখার কাজে নিয়োজিত গার্মেন্টস শ্রমিকদের জন্য ঝুঁকি ভাতা, করোনা টেষ্ট, টিকা এবং স্বাস্থ্যবিধির যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার দাবী জানিয়ে বলেন, কর্মরত কোন শ্রমিক করোনা আক্রান্ত হলে কারখানা মালিককে তার চিকিৎসা এবং যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। করোনার অজুহাতে শ্রমিকদের বেতন-ভাতার কোনরকম কর্তন কিংবা শ্রমিক ছাঁটাই ও শ্রমিক হয়রানি করা হলে লকডাউনে শ্রমিকদের প্রতিবাদের আন্দোলনকে আটকাতে পারবেনা বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারী প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close