ঢাকা বিভাগনারায়ণগঞ্জফতুল্লারাজনীতিসারাদেশ

না’গঞ্জে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের একবেলা খাবার কর্মসূচী ‘কমিউনিটি কিচেন’ কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গাবতলী-পুলিশ লাইন এলাকায় মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে কর্মহীন মানুষের জন্য একবেলা খাবারের কর্মসূচী হিসেবে ‘কমিউনিটি কিচেন’ এর কার্যক্রম হয়েছে।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু যে মানুষ ঘরে থাকবে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য বা অর্থের সরকারী ঘোষণা খুবই অপ্রতুল। লকডাউনে সবচেয়ে বেশী সমস্যায় পড়েছে, যারা দিন এনে দিন খায় তারা। ফলে বর্তমান লকডাউনে কর্মহীন মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। এদের কথা বিবেচনা করেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ‘কমিউনিটি কিচেন’ এর কার্যক্রম শুরু করেছে। আমাদের সামর্থ কম, তারপরও সীমিত সক্ষমতা নিয়েই পুরো লকডাউনের সময় আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। পর্যায়ক্রমে আমরা অন্যান্য শিল্পাঞ্চলেও এ উদ্যোগ নিবো।

নেতৃবৃন্দ আরও বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে লকডাউনের সময় নাগরিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু আমাদের দেশের সরকার লোক দেখানো কিছু সহায়তার ঘোষণা দিয়েছে যা লকডাউনে কর্মহীনদের সামান্য চাহিদাও পূর্ণ করবে না। বাস্তবে ধনীক শ্রেণীর এই সরকার শ্রমজীবীদের প্রতি কোন দায় অনুভব করেন না। লকডাউনে পরিবার প্রতি এক মাসের খাদ্য ও ৫০০০ টাকা করে বরাদ্দ করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

এ সময় সংগঠনের স্থানীয় কার্যালয়ে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close