ঢাকা বিভাগনারায়ণগঞ্জফতুল্লাসারাদেশ

না’গঞ্জ জেলা প্রশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ:
মহামারী করোনার ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুস্থ ও অসহায় কর্মহীন হয়ে পড়া খেটে-খাওয়া দিনমজুর, শমিক, রিক্সাচালক প্রায় ৩০০ পরিবারের মাঝে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ উপহার সামগ্রী তুলে দিয়েছেন।

সোমবার (১৯ এপ্রিল) বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মোঃ মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তোফাজ্জল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক সবার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন, আপনার সবাই দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। নারায়ণগঞ্জের অবস্থা খুব বেশী ভালো না।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো- ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ।

জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনমতো এর পরিধি আরও বৃদ্ধি করা হবে। এসময় তিনি নারায়ণগঞ্জের সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close